Search
Close this search box.

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে ইরান ওআইসির জরুরি বৈঠক চায়

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, আঞ্চলিক অগ্রগতি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছে ইরান।সোমবার (৯ অক্টোবর) এ কথা বলেন তিনি। খবর: আরব নিউজের

ওআইসি ৫৭টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত, যার মধ্যে ৪৮টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ । সংস্থাটি ‘আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতির চেতনায় মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা ও সুরক্ষার জন্য’ কাজ করে।

ওআইসি ঐতিহাসিকভাবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করেছে – যার অর্থ উভয় দেশ পাশাপাশি থাকতে পারে। ইরানের বিরুদ্ধে হামাসকে অস্ত্র সরবরাহের অভিযোগ আনা হলেও যুক্তরাষ্ট্র গতকাল বলেছে, তারা এর কোনো প্রমাণ দেখেনি।

দখলদার ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাস। ইতোমধ্যে প্রাণ গেছে সহস্রাধিক মানুষের। শনিবার ইসরায়েলের ভূখণ্ডে হামাস রকেট হামলা শুরু করে। মাত্র ২০ মিনিটে পাঁচ হাজার রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় হামাস। ইসরায়েলও হামলা শুরু করে। এতে দুই দেশের বহু মানুষ মারা গেছেন।

অবশ্য ইসরায়েল আগে থেকেই ফিলিস্তিনের মানুষের ওপর অত্যাচার করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ