Search
Close this search box.

তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপির সঙ্গে আপস করার সুযোগ নেই: কৃষিমন্ত্রী  

কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপির সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই। তবে এখনও আওয়ামী লীগের দরজা খোলা আছে। তাদের শুভবুদ্ধির উদয় হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে এবং সদরের কাতুলীর বাগবাড়ী চৌবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জসভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ৯০দিন বিএনপি দেশ অচল করার চেষ্টা করেছে, গাড়িতে আগুন দিয়ে মানুষ মেরেছে ,স্কুল কলেজে আগুন দিয়েছে, রেল লাইনে তুলেছে। কিন্তু আওয়ামী লীগের পতন ঘটাতে পারেনি।

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ইস্যুতে বিদেশিদের চাপ রয়েছে। এমন প্রশ্নে মন্ত্রী বলেন, কোনো চাপের কাছে আওয়ামী লীগ মাথানত করবে না। জেল জুলুমের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। প্রয়োজনে আমরা জেলে যাব তবুও কোনো চাপে আমরা মাথা নত করবো না। বিএনপি বলছে তারা তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না। সংবিধানে সুস্পষ্ট লেখা আছে যে সরকার থাকবে তার অধিনেই নির্বাচন হবে। সরকার সুষ্ঠু নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে। যেকোনো আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

জনসভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, আতাউর রহমান খান এমপি, হাছান ইমাম খান সোহেল হাজারী, আহসানুল ইসলাম টিটু, ছানোয়ার হোসেন এমপি, ছোট মনির এমপি প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ