‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া ক্ষেপারে তুই মূল হারাবি’ এমন অসংখ্য আধ্যাত্মিক গানের স্রষ্টা ফকির লালন সাইজির ১৩৩ তম তিরোধান দিবস কাল।
এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় সাইজির আখড়াবাড়িতে কাল থেকে শুরু হবে ৩ দিনব্যাপী লালন উৎসব।
মঙ্গলবার (১৭ অক্টোবর) থেকে শুরু হওয়া তিন দিনের এ উৎসব শেষ হবে ১৯ অক্টোবর বৃহস্পতিবার।
১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক ফকির লালন সাইজি তার দেহত্যাগের পর থেকে প্রথমে তার অনুসারীরা ও এরপর থেকে লালন একাডেমি এ উৎসব চালিয়ে আসছে।
তারই ধারাবাহিকতায় এবারও কালিগঙ্গা নদীর তীরের আখড়াবাড়িতে আগামীকাল থেকে বসছে দেশের বৃহত্তম সাধুর হাট। তাই উৎসব শুরুর আগেই আখড়াবাড়িতে জড়ো হতে শুরু করেছে লালনের ভক্ত অনুসারীরা।
এদিকে আখড়াবাড়ির বাইরে লালন একাডেমির মাঠে বসছে লালন মেলা। একতারাসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। আর এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে দেশ-বিদেশের দর্শনার্থীদের পদচারণায় মুখরিত সাইজির বারামখানা।
আর দেশ বিদেশ থেকে আসা লালন অনুসারী ও পর্যটকদের থাকাসহ সার্বিক ব্যবস্থা সম্পন্ন করেছে লালন একাডেমি। কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা।