Search
Close this search box.

শাহজালালে যাত্রীর কাছ থেকে স্বর্ণ-মোবাইল ছিনতাই করল কর্মকর্তা!

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছে থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তি এই কাজটি করেছেন বলে অভিযোগ ওঠেছে। তবে ওই ব্যক্তির নাম জানাতে পারেননি ভুক্তভোগী।

রোববার (১৫ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে।

বিমানবন্দরের ভেতরে দুই যাত্রী স্বর্ণ লুট ও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কান্নাকাটি করছেন- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই আজিজ জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি।ভিডিওতে স্বর্ণ হারানো এক যুবক বলেন, আমার কাছে ২৯ গ্রাম স্বর্ণ ছিল। আরও একটা চেইন মায়ের জন্য কিনেছিলাম। সঙ্গে দুটি মোবাইল ফোনও নিয়ে গেছে।আরেক যুবক বলছিলেন, স্বর্ণগুলো আমার হাতেই ছিল। তাদের একজন আইসা বলতেছিল, তুই এগুলো নিয়া যাবার পারবি না। আমাগো দিয়া যা। এরপর জোর করে স্বর্ণগুলো সেই ব্যক্তি নিয়ে যান।অভিযোগ রয়েছে, তারা বিমান থেকে নামার প্রায় দুই ঘণ্টা পর একজনের লাগেজ আসে। বিষয়টি তখন সন্দেহ হয়। পরে লাগেজ পেলেও সেটি খোলা ছিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ