পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের নৌকায় উঠতে চায়। বিএনপি ও জামায়াত দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। এজন্যে তাড়া হরতালের হুমকি দেয়।
শুক্রবার দুপুরে খুলনার দাকোপের বানীশান্তা বাজার পূজা মন্দির মাঠ প্রাঙ্গণে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সভায়’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও নিম্ন আয়ের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বানীশান্তা ইউনিয়নের কৃষি জমি রক্ষায় আমরা সার্বিক সহযোগিতা করবো। আশাকরি দ্রুত এ বিষয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।আওয়ামী লীগ,বানীশান্তা ইউনিয়ন পরিষদ,বানীশান্তা ইউনিয়নের ৩০০ একর তিন ফসলি জমি রক্ষা কমিটির উদ্দ্যোগে এ সভার আয়োজন করা হয়। পরিকল্পনামন্ত্রী এদিন দুপুর ২টায় সুতারখালী এবং বানীশান্ত ইউনিয়নের ভেড়িবাঁধ ও ভাঙন এলাকাসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।