Search
Close this search box.

শান্তিপূর্ণ সমাবেশে গুলি করে মানুষের অধিকার কেড়ে নিয়েছে : আমীর খসরু

সরকার বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গুলি করে দেশের মানুষের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

শনিবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশ চলাকালে পাশে নাইটিঙ্গেল মোড়ে গোলাগুলি হয়, তখন সেই শব্দ শুনে তিনি এই মন্তব্য করেছেন।আমীর খসরু বলেন, এই দেখুন তারা গোলাগুলি করছেন। আজকে শান্তিপূর্ণ সমাবেশে গোলাগুলি করে, গ্রেফতার করে বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার এবং রাজনৈতিক অধিকার তারা কেড়ে নিয়েছে এই সরকার। এরা কারা, এরা ভোট চোরদের অংশীদার। এই ভোট চোরদের ছাড় দেওয়া যাবে না।

তিনি বলেন, এই ভোট চোরদের ধরতে হবে। আজকে গোলাগুলি করে, মানুষ খুন করে, মিথ্যা মামলা দিয়ে এই ভোট চোররা রেহাই পাবে না।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ও জাতীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ