বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির তৃতীয় দিনের শুরুতেই রাজধানীর উত্তরায় একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এখন পর্যন্ত আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ। অবরোধ কর্মসূচির শেষ দিনে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা বেড়েছে। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহনের জন্য দীর্ঘসময় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গণপরিবহন না পেয়ে অনেকে পায়ে হেটেও চলাচল করেছেন। এছাড়া রাস্তায় বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
গত ২৮শে অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশি হামলা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারসহ সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পক্ষ থেকে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে জামায়াত ইসলামীও তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।