Search
Close this search box.

বিএনপির কর্মসূচিতে সাংবাদিক পেটানোর ঘটনা অমানবিক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির কর্মসূচিতে সাংবাদিক পেটানোর ঘটনা অমানবিক। বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে শুরু হয় এ সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করছেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক।   

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএফইউজে মহাসচিব দীপ আজাদ সম্মেলন সঞ্চালনা করছেন।

বিকেল ৩টায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিএফইউজে ১৯৫০ সালে পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নামটি পরিবর্তন করে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ