লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের গোলাম ফারুক পিংকু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (৫ নভেম্বর) ব্যালটের মাধ্যমে হওয়া এই নির্বাচনে ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশানাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম) প্রতীক নিয়ে লড়ছেন।
তবে দুপুরের দিকে চার প্রার্থীর মধ্যে দুই জন ভোট বর্জন করেন। এদিন দুপুর দেড়টার দিকে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন ও দুইটার দিকে জাকের পার্টির শামছুল করিম খোকন লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে ভোট বর্জনের ঘোষণা দেন।
১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিয়ে গঠিত এ আসনে মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন।