Search
Close this search box.

সাংবাদিকদের যে তথ্য জানালেন ভারত-যুক্তরাষ্ট্রের মন্ত্রীরা

ভারত ও যুক্তরাষ্ট্রের চার মন্ত্রীর মধ্যে টু প্লাস টু বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১১ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

২০১৮ সাল থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদেশ ও প্রতিরক্ষা নীতি ক্ষেত্রে কী ধরনের কাজ করার সুযোগ রয়েছে, তা নিয়ে আলোচনা হয়। মূলত এই অঞ্চলে চীনের প্রভাব বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মন্ত্রী পর্যায়ে আলোচনা চলমান রেখেছে যুক্তরাষ্ট্র।

নিজের উদ্বোধনী বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমাদের আজকের সংলাপটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দূরদর্শী অংশীদারত্ব গড়ে তোলার এবং বৈশ্বিক এজেন্ডা তৈরি করার লক্ষ্যকে এগিয়ে নেওয়ার একটি সুযোগ হবে। তিনি বলেন, আমরা গুরুত্বপূর্ণ প্রযুক্তি, বেসামরিক আউটার স্পেসে সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ খনিজ খাতের মতো বিষয় নিয়ে কাজ করতে চাই।

এদিকে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছিল, এই বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হতে পারে। এজন্য নাকি এরইমধ্যে দিল্লি উড়ে গেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

একটি সূত্রের তারা জানায়, বাংলাদেশে চীনের প্রভাব বাড়ায়, রাজনৈতিক স্থিতিশীল একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশটিকে দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র। তাই ২০২৪ সালে বাংলাদেশে আসন্ন নির্বাচন্ন নিয়ে খুব আগ্রহ ও উদ্বেগ রয়েছে। তবে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে এ-ও জানায় যে, বাংলাদেশ নিয়ে মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে যে আলোচনা হবে তা হয়ত প্রকাশ করা হবে না।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ