Search
Close this search box.

ভোটের পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না: ইসি আলমগীর

নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এই মতবিনিময় সভা হয়।

ইসি আলমগীর বলেন, সহিংসতাকারী অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক সেটি অন্য দেশও চায়। আমরাও নির্বাচন শান্তিপূর্ণ করতে কাজ করছি। তা ইতোমধ্যেই সবাই বুঝতে পারছেন।

এ সময় প্রশাসনে রদবদল নিয়ে ইসি আলমগীর বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে বেশ কয়েকটি দল প্রশাসনে রদবদল চেয়েছে। তার প্রেক্ষিতেই বদলি কার্যক্রম শুরু হয়েছে।

নির্বাচন কমিশন চাপে নেই জানিয়ে ইসি আলমগীর বলেন, নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। উল্টো নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা।

তিনি আরও বলেন, সব প্রার্থীদের সমান নিরাপত্তা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রার্থী হয়রানির আশংকা করলে রিটার্নিং কিংবা সহকারী রিটার্নিং অফিসারকে জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা, র‌্যাব-১৪ প্রধান অতিরিক্ত ডিআইজি মুহিবুল ইসলাম খানসহ প্রশাসনের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ