ঘূর্ণিঝড় মিচাং এর প্রভাবে পরিত্যক্ত হলো ঢাকা টেস্টের দ্বিতীয় দিন। গত রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সকালে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। প্রথম সেশনে বল গড়ানো তো দূরে থাক, কভারও সরেনি। শেষ পর্যন্ত দুপুর ১টা ৫৬ মিনিটে পরিত্যক্ত ঘোষণা আসে।
গতকাল বুধবার দিনের শেষ সেশনও সমাপ্ত করতে হয় আগেভাগে। প্রথম দিন আলোক স্বল্পতায় খেলা হয়নি ৮.২ ওভার। সে অনুযায়ী আজ দ্বিতীয় দিনে ১৫ মিনিট আগে শুরু হওয়ার কথা ছিল খেলা।
আজ খেলা না হওয়ায় আগামীকাল তৃতীয় দিনও ১৫ মিনিট আগে শুরু হবে, সে অনুযায়ী আগামীকাল ৯৮ ওভার খেলা হবে।
তবে এই টেস্টে এখন পর্যন্ত এগিয়ে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ১৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ব্যাক-ফুটে কিউইরা। মেহেদী হাসান মিরাজ ৬ ওভারে ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট। তাইজুল ইসলাম ৫.৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২টি উইকেট।