Search
Close this search box.

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন। এদিন বাতিল হয়েছে ৩৫টি আবেদন। শুনানির অপেক্ষায় ঝুলে আছে দুজনের আপিল।

মঙ্গলবার মোট ৯৮টি আপিলের শুনানি হয়েছে।এরআগে, আপিল শুনানির প্রথমদিনে ৫৬ জন এবং দ্বিতীয় দিনে ৫১ জন প্রার্থিতা ফিরে পান। শুক্রবারের মধ্যে সব আবেদন নিষ্পত্তি হবে বলে জানিয়েছে ইসি। এ পর্যন্ত তিন দিনে প্রায় ৩০০ জনের আপিল আবেদন শুনানি হয়েছে। তার মধ্যে তিন দিনে ভোটের লড়াইয়ে ফিরলেন মোট ১৬৮ জন।  মনোনয়ন বাতিল হওয়ায় প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেন ৫৬১ জন। এদের বেশিরভাগই স্বতন্ত্র। ঋণখেলাপি, হলফনামায় ভুল তথ্যসহ নানা অভিযোগে বাতিল হয়েছিলো এসব মনোনয়ন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ