একরাতে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেলেও, গত দুদিনে সেই ঝাঁজ কিছুটা কমেছে। তবে ডিমের দাম ফের বাড়তে শুরু করেছে।
এদিকে বাজারে শীতকালীন সবজির দামও কিছুটা কমে ক্রেতাদের নাগালের মধ্যে এলেও, আলু নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার, নিউমার্কেট কাঁচা বাজার ও হাতিরপুর কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ভারত রপ্তানি বন্ধের ঘোষণার পর মাত্র একরাতেই বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তবে গত দুদিনে তা কমতে শুরু করেছে।
বর্তমানে দেশি পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ টাকা ও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর নতুন দেশি পেঁয়াজের দাম ১০০ থেকে ১১০ টাকা কেজি।
এদিকে আমদানির অনুমতিপত্রের (আইপি) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভারত থেকে আলু আমদানি বন্ধ হওয়ার পথে। তাই চড়া দামে কিনতে হচ্ছে পুরোনো আলু। নতুন আলু বাজারে এলেও পুরোনো আলুর দাম কমেনি।
বর্তমানে মানভেদে নতুন আলুর দাম ৬০ থেকে ৮০ টাকা কেজি। সে তুলনায় পুরোনো আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি।
অন্যদিকে চাল, ডাল, আটা, ময়দার মতো নিত্যপণ্যের দামে খুব একটা পরিবর্তন নেই। বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় দামও কিছুটা কমে এসেছে।
বিশেষত ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, লাউ, টমেটোর মতো শীতকালীন সবজির দাম কিছুটা কমতির দিকে।
তবে মুরগির ডিমের দাম কিছুটা বাড়তির দিকে। ডজন প্রতি ১০টাকা বেড়ে ফার্মের মুরগির ডিমের দাম হয়েছে ১২৫-১৩০ টাকা।
তবে মুরগি ও গরুর মাংসের দামে পরিবর্তন দেখা যায়নি। চাষের রুই, পাঙাশ ও তেলাপিয়ার দামও আগের মতেই রয়েছে।