আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন, বিকেল ৪টার মধ্যেই আসন বণ্টন চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যেসব আসনে সমঝোতা করবে সেসব আসনে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করতেই হবে।
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘যেসব আসনে সমঝোতা হবে, সেসব আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করতে হবেই। জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা আছে। বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমমনা সকলের মধ্যে ঐক্য থাকা দরকার। আজ বিকেল ৪টার মধ্যে ঠিক হয়ে যাবে আসন বণ্টন। আমরা প্রস্তাব দিয়েছি। তাদের প্রত্যাশা আছে। আমরা কতগুলো দিতে পারি তাও ভাবতে হবে।’
বিজয় দিবসকে কটাক্ষ করে মঈন খান একে পরাজয় দিবস বলেছে উল্লেখ করে কাদের বলেন, এটা বিএনপি ও জামায়াতের জন্যে পরাজয় দিবস, বাংলাদেশের জন্য নয়।
ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে নির্বাচনে সরকার রুটিন দায়িত্ব পালন করে, বাংলাদেশেও তাই হচ্ছে বলে জানান কাদের।
যারা নির্বাচনকে ভাগাভাগির নির্বাচন বলে তাদের প্রতি প্রশ্ন রেখে কাদের বলেন, যে নির্বাচনে ২৮ দল অংশ নেয়, যে নির্বাচনে ২ হাজার ২৬০ প্রার্থী অংশ নেয় সেই নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়।