Search
Close this search box.

ঢাকায় নৌকার বিপরীতে যেসব প্রতীক নিয়ে লড়বেন প্রার্থীরা

শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথিদের মাজে প্রতীক বরাদ্ধ। ইতোমধ্যে অনেক আসনেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল পৌনে ১০টা থেকে ঢাকার প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সবিরুল ইসলাম প্রতীক বরাদ্দের ঘোষণা দেন।

এখন পর্যন্ত ঢাকার বেশ কয়েকটি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা-৪ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম। জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা পেয়েছেন লাঙ্গল প্রতীক। অন্য প্রার্থিদের মধ্যে স্বতন্ত্র হিসাবে মোহাম্মদ মনির হোসেন- ঈগল, মো. আওলাদ হোসেন- ট্রাক, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন- হাতঘড়ি, তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম- সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল- ডাব, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল- ছড়ি, ইসলামী ঐক্য জোটের শাহ আলম-মিনার প্রতীক পেয়েছেন।

ঢাকা-৫ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ নৌকা প্রতীক পেয়েছেন। অন্য প্রার্থিদের মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল- ট্রাক, মো. কামরুল হাসান- ঈগল, ইসলামিক ঐক্য ফ্রন্টের আবু জাফর মো. হাবিবুল্লাহ-চেয়ার, ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের এস এম লিটন- টেলিভিশন, তৃণমূল বিএনপির মো. আবু হানিফ- সোনালী আঁশ, ইসলামী ঐক্য জোটের আব্দুল কায়ুম- মিনার, ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান- আম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশাররফ হোসেন মিয়া- একতারা, বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম-ডাব, বাংলাদেশ জাতীয় পার্টির মো. সারওয়ার খান- কাঁঠাল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন-ছড়ি প্রতীক পেয়েছেন।

ঢাকা-৬ আসনে প্রার্থী ৬ জন, নেই কোনো স্বতন্ত্র প্রার্থী। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন নৌকা প্রতীক পেয়েছেন। অন্যদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির হামিদুর রেজা খান ভাসানী- আম, তৃণমূল বিএনপির কাজী সিরাজুল ইসলাম- সোনালী আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন-ছড়ি, গণফ্রন্টের আমিনুল ইসলাম সরকার-মাছ, ইসলামী ঐক্যজোটের রবিউল আলম মজুমদার- মিনার, জাতীয় পার্টির (জেপি) সৈয়দ নাজমুল হুদা- বাইসাইকেল প্রতীক পেয়েছেন।

ঢাকা-৭ আসনেও স্বতন্ত্র প্রার্থী নেই। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম নৌকা প্রতীক পেয়েছেন। অন্যদের মধ্যে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নূর জাহান বেগম- ছড়ি, বাংলাদেশ সুপ্রিম পার্টির আফসার আলী- একতারা, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন- লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির মাসুদ পাশা- আম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী- মশাল প্রতীক পেয়েছেন।

ঢাকা-৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাছিম- নৌকা, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার- মিনার, তৃণমূল বিএনপির এম এ ইউসুফ- সোনালী আঁশ, বাংলাদেশ সুপ্রিম পার্টির খন্দকার এনামুল নাছির- একতারা, ন্যাশনাল পিপলস পার্টির মো. আবুল কালাম জুয়েল- আম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার- মোমবাতি, জাতীয় পার্টির মো. জুবের আলম খান -লাঙ্গল, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মুহাম্মদ মোস্তাফিজুর রহমান- ফুলের মালা, ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের মো. সাইফুল ইসলাম- টেলিভিশন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. রাসেল কবির- ছড়ি প্রতীক পেয়েছেন।

ঢাকা-৯ আসনে যারা প্রতীক পেয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী- নৌকা, জাতীয় পার্টির কাজী আবুল খায়ের- লাঙ্গল, গণফ্রন্টের তাহমিনা আক্তার- মাছ, তৃণমূল বিএনপির মোসা. রুবিনা আক্তার রুবি- সোনালী আঁশ, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ কফিল- আম, ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী- টেলিভিশন, বাংলাদেশ জাতীয় পার্টির মো. আনোয়ারুল ইসলাম- কাঁঠাল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. নুরুল হোসাইন- ছড়ি, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মাহিদুল ইসলাম- একতারা।

ঢাকা- ১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ- নৌকা, ন্যাশনাল পিপলস পার্টি থেকে একেএম শামসুল আলম- আম, বিএনএফ-এর মো. বাহারানে সুলতান বাহার- টেলিভিশন, জাতীয় পার্টির হাজি মো, শাহজাহান- লাঙ্গল, সাংস্কৃতিক মুক্তিজোটের শাহরিয়ার ইফতেখার- ছড়ি প্রতীক পেয়েছেন।

ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের ওয়াকিল উদ্দিন- নৌকা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ফারাহনাজ হক চৌধুরী- এক তারা, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ মিজানুর রহমান- ডাব, বাংলাদেশ পিপলস পার্টির মো. মিজানুর রহমান- আম, জাতীয় পার্টির শামীম আহমেদ- লাঙ্গল, গণফ্রন্টের শেখ মোস্তাফিজুর রহমান- মাছ, বিএনএফের সাদেকুন নাহার খান- টেলিভিশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের হোসেন আহমেদ আশিক- নোঙর প্রতীক পেয়েছেন।

ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান- নৌকা প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খুশু- লাঙ্গল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থী মো. আব্দুল হাকিম- মোমবাতি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের প্রার্থী আতিকুর রহমান নাজিম- টেলিভিশন, তৃণমূল-বিএনপির প্রার্থী নাঈম হাসান- সোনালী আঁশ এবং শাহিন খান ন্যাশনাল পিপলস পার্টির- আম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক- নৌকা প্রতীক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের কামরুল হাসান -ফুলের মালা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর জাফর ইকবাল নান্টু -মোমবাতি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর জাহাঙ্গীর কামাল -টেলিভিশন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শাহাবুদ্দিন -ছড়ি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির সোহেল সামাদ বাচ্চু -একতারা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ