কনটেন্ট নির্মাতাদের জন্য ‘পজ’ নামে কমেন্ট মডারেশনের নতুন সুবিধা চালু করেছে ইউটিউব। এর মাধ্যমে মডারেটররা তাদের কমেন্ট সেকশন ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।
ইউটিউব এক ব্লগ পোস্টে জানিয়েছে, ‘আমরা পজ নামে একটি নতুন, ঐচ্ছিক মন্তব্য মডারেশন সেটিং চালু করছি, যা আপনাকে নির্মাতা হিসেবে ভিডিওর কমেন্ট সেকশন নিয়ন্ত্রণে সাহায্য করবে। তবে ইতোমধ্যে প্রকাশিত মন্তব্যগুলো প্রদর্শিত হবে।’
অক্টোবরে নতুন পজ ফিচারের পরীক্ষা শুরু করেছিলেন ইউটিউব। এবার আনুষ্ঠানিকভাবে সেটি চালু হয়েছে।বিশেষ করে এর আগে পুরোপুরিভাবে কমেন্ট বন্ধ করার কোনো উপায় ছিল না। কিন্তু, এখন নতুন এই সুবিধার জন্য প্রতিটি ভিডিওর কমেন্ট সেকশন আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যাবে।