প্রতিবারের মতো এবারও জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর আগে সিলেটে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে পৌঁছান তিনি। এসময় দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সিলেটে পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে বিকেল ৩টার দিকে তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এতে অংশ নিতে ইতোমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন।