Search
Close this search box.

সুষ্ঠু নির্বাচন হলে হেরে যাবে আওয়ামী লীগ: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে হেরে যাবে ভেবেই আওয়ামী লীগ ভয় পাচ্ছে। এ ছাড়া ভালো কাজ করে থাকলে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. আব্দুল মঈন খান বলেন, সরকার তাদের অন্যায় ক্ষমতা চিরস্থায়ী করতে দেশকে বিভাজন করছে। নির্বাচন নয়, সারাদেশে সরকার তামাশার নির্বাচন করছে। যে নির্বাচন বর্জন করেছে বিএনপি।

সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ৭ জানুয়ারি অনেক দূরে! আপনারা এখনও শান্তিপূর্ণ পন্থায় নির্বাচনের ব্যবস্থা করুন। কেননা সব কিছুর দায়ভার সরকারের ওপরেই বর্তায়। সংঘাতের পথ পরিহার করে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের পথে হাঁটুন।

তিনি বিভাজনের রাজনীতি থেকে ফিরে এসে শান্তিপূর্ণ পরিবেশের জন্য কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং নির্বাচনের আগেই ফলাফল নির্ধারণের অপবাদ থেকে রক্ষা পেতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে সরকারকে সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ