Search
Close this search box.

৭ জানুয়ারি নির্বাচন রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ: মানবাধিকার চেয়ারম্যান

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। আজ রোববার বিকেল ৩টায় জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে দিনাজপুর জেলা প্রশাসন মিলনায়তন কক্ষে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় কামাল উদ্দিন আহমেদ বলেন, ‌‘আগামী ৭ জানুয়ারি নির্বাচন রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা সেটি প্রতিষ্ঠিত হবে। কারণ এর মাধ্যমে শোষণহীন সমাজে অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠায় জনগণের সঠিক প্রতিনিধি নির্বাচিত হয়।’ 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘সংবিধান অনুযায়ী জনগণই সকল ক্ষমতার মালিক। সে অনুযায়ী জনগণই ভোটারাধিকারের মাধ্যমে নির্ধারণ করবে– কারা এদেশের শাসনভার গ্রহণ করবেন এবং কারা এ দেশ পরিচালনা করবেন।’ 

গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর জোর দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন দলের প্রার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ