Search
Close this search box.

স্বতন্ত্র এমপিদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ৬২ স্বতন্ত্র সংসদ সদস্যকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করবেন। পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি ও সংসদ নেতা শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের শুভেচ্ছা গ্রহণ করবেন।

বুধবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সব স্বতন্ত্র সংসদ সদস্যকে আগামী ২৮ জানুয়ারি (রোববার) সন্ধ্যা সাড়ে ৬টায় তার সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। সেদিন স্বতন্ত্রদের শুভেচ্ছা গ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি।

উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২২টি আসনে। স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন। জাতীয় পার্টি (জাপা) ১১ আসনে এবং জাসদ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ