সিরিয়ায় জর্ডান সীমান্তের কাছে এক মার্কিন ঘাটিতে রোববার ড্রোন হামলায় নিহত ৩ সেনার নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে এ তথ্য জানেয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
নিহতরা হলেন- সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভারস (৪৬), বিশেষজ্ঞ কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) এবং বিশেষজ্ঞ ব্রেওনা অ্যালেক্সসন্ড্রিয়া মফেট (২৩)।
পেন্টাগন জানিয়েছে, রোববার সকালে নিহত ৩ মার্কিন সেনা জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট মুরে অবস্থিত একটি সেনা রিজার্ভ ইউনিট থেকে এসেছিলেন।
গত ২৮ জানুয়ারি ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায় জর্ডানে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ৩ মার্কিন সেনা নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।
হামলায় ৩ সেনা নিহতের খবর পাওয়ার পর একটি চার্চে বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বলেছেন, আমরা এ হামলার প্রতিক্রিয়া জানাব। হামলার জন্য সিরিয়া এবং ইরাকে অবস্থান নেওয়া সক্রিয় ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীদের দায়ীও করেন তিনি।
আর পেন্টাগন বলেছে, হামলাকারীরা হিজবুল্লাহর ‘পদচিহ্ন’ অনুসরণ করেছে।
সংবাদমাধ্যমের কাছে একজন মার্কিন কর্মকর্তা বলেছিলেন, হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি শাহেদ ড্রোনের মতো।
ফিলিস্তিনে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এইটি ছিল প্রথমবারের মতো কোনো মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনা।