দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণমাধ্যমের কারণেই গ্রহণযোগ্যতা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবন প্রাঙ্গনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশান এন্ড ডেমোক্রেসির (আরএফিইডি) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন সিইসি।
সিইসি বলেন, গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকায় দ্বাদশ জাতীয় সংসদ।নির্বাচন ভোটারসহ বিভিন্ন ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পেয়েছে। দেশে বিদেশে নির্বাচনের গুরুত্ব তৈরি হয়েছে। রাষ্ট্র ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য বলেও উল্লেখ করেন সিইসি।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনিছুর রহমান, মোহাম্মদ আলমগীর এবং নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। তারা স্বচ্ছতা ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সংবাদ পরিবেশনের আহ্বান জানান সাংবাদিকদের।
এ সময় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩ জনকে সেরা প্রতিবেদনের জন্য সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং পুরস্কার প্রদান ও আরএফইডির ওয়েবসাইট উদ্বোধন করেন সিইসি।