Search
Close this search box.

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বাংলাদেশে নিহত ২

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত এলাকায় এক বাংলাদেশি ও রোহিঙ্গা নিহত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম আছিয়া খাতুন এবং অপরজন রোহিঙ্গা শ্রমিক বলে জানা গেছে।

জানা গেছে, সোমবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে বাদশা মিয়া নামে এক বাসিন্দার ঘরে একটি মর্টারশেল এসে পড়ে। এ সময় ঘটনাস্থলেই এক রোহিঙ্গা শ্রমিক নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান বাদশা মিয়ার স্ত্রী আছিয়া খাতুন ।

এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে এ পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ