অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আইএমএফের দেয়া লক্ষ্যমাত্রা মোটামুটি পূরণ করেছে বাংলাদেশ, সময়মতোই ঋণের তৃতীয় কিস্তি মিলবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে। বৈঠকে দেশের চলমান অর্থনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী জানান, অর্থ ব্যবস্থাপনায় ভালো করায় আইএমএফের তৃতীয় কিস্তিও পাবে বাংলাদেশ। তিনি বলেন, আইএমএফ বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছে।
অর্থমন্ত্রী জানান, কয়েকটি দূর্বল ব্যাংককে একসাথে করা বা ভাল ব্যাংকের সাথে একীভূত করার বিষয়টি আইনে আছে তবে এখনো তেমন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।