Search
Close this search box.

ভিসা ছাড়াই ওমরাহ পালনের সুযোগ পাচ্ছে যেসব দেশ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য (ইউকে) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন। এ বিষয়ের ওপর সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়েছে।

মন্ত্রণাল জানিয়েছে, সৌদি আরবের ভিশন ২০৩০ এর সঙ্গে সঙ্গতি রেখে ওমরাহ যাওয়ার প্রক্রিয়াকে সহজ করা, উচ্চমানের পরিষেবা নিশ্চিত এবং যাত্রীদের সাংস্কৃতিক ও ধর্মীয় অভিজ্ঞতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হজ ও উমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, যোগ্য ব্যক্তিরা সহজেই নুস্ক অ্যাপের মাধ্যমে তাদের ওমরাহ পালনের পরিকল্পনা সাজাতে পারবেন। চাইলে এসব দেশের নাগরিকরা সৌদিতে পৌঁছেই ওমরাহ করতে পারবেন।

এছাড়া এসব দেশের নাগরিকদের জন্য ভিসা অন-অ্যারাইভাল প্রক্রিয়া আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। তারা পর্যটন উদ্দেশ্যে ভ্রমণ করতে নাকি ওমরাহ পালনের জন্য এসেছেন; সে বিষয়টি বিবেচনা করা হবে না। এটি ভিসাধারীদের নিকটাত্মীয়দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এছাড়া, ট্রানজিট ভিসার মাধ্যমেও ওমরা করা যাবে। তবে, যাত্রীদের ভ্রমণ করতে হবে সৌদি এয়ারলাইনের মাধ্যমে। সারাবিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ পালন সহজ করতে এমন সুযোগ রেখেছে সৌদি আরব।

সূত্র: গালফ নিউজ

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ