Search
Close this search box.

চট্টগ্রামে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

চট্টগ্রাম নগরীর টেক্সটাইল মোড়ে অবস্থিত একটি জুতা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটে এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপনের কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, বিকেলে একটি জুতার কারখানায় আগুনের খবর পাই। এর ১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও এখন ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি এই কর্মকর্তা। জানা যায়, ছয়তলা কারখানার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে।

এদিকে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ছুটির দিন হওয়ায় কারখানায় কোনো কর্মী ছিলেন না। এতে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ