কক্সবাজারে পাহাড় কাটার খবরে অভিযানে গিয়ে নির্মমভাবে খুন হয়েছেন সাজ্জাদদুজ্জামান নামে এক বন কর্মকর্তা। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে। সাজ্জাদ কক্সবাজার দক্ষিণ বনবিভাগভুক্ত উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের দায়িত্বে ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলায়।
বনবিভাগ বলছে, হরিণমারা থেকে পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে অভিযানে যান সাজ্জাদ ও তার সহকর্মী মোহাম্মদ আলী। এ সময় মাটি ভর্তি ডাম্পারকে বাঁধা দিলে সাজ্জাদকে চাপা দিয়ে সেটি পালিয়ে যায়। এ সময় মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ। পরে তার সঙ্গে থাকা উখিয়া রেঞ্জ কর্মকর্তার গাড়ি চালক আলীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, প্রাথমিকভাবে ডাম্পারের মালিক চিহ্নিত করা গেছে। এটি স্থানীয় ছৈয়দ করিমের মালিকানাধীন। চালাচ্ছিলেন বাপ্পি নামে এক চালক।
বিট কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।