পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ৬ মে (বৃহস্পতিবার) তলব করেছিল দুদক। তবে দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে ১৫ দিনের সময় চেয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৫ জুন) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, আমি সঠিকভাবে জানি না। তবে, শুনতে পেরেছি, তিনি (বেনজীর) সময় চেয়ে আবেদন করেছেন। যদিও এটা তদন্ত কর্মকর্তার (আইও) বিষয়। তারা ভালো জানবেন। কারণ এ বিষয়টি কমিশন পর্যন্ত আসে না।
বেনজীর কতদিনের সময় চেয়েছেন জানতে চাইলে সাংবাদিকদের দুদক কমিশনার বলেন, আইনে সুযোগ আছে সময় চাওয়ার। চাইলে দুদক ১৫ দিন সময় মঞ্জুর করতে পারে।