Search
Close this search box.

শিক্ষক নেতাদের সাথে বসছেন ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার : অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন স্কিম ‘প্রত্যয়’ সংক্রান্ত প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক দাবি করে তা বাতিলে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। তৃতীয় দিনের মতো আজও এই আন্দোলনে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামীকাল শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসার কথা জানিয়েছেন।

জানা যায়, পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৫টি সরকারি বিশ্ববিদ্যালয় একযোগে এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছে। ‍

বুধবার ৩ জুলাই প্রশাসনিক ও একাডেমিক ভবনসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বেলা ১০টা থেকে এই আন্দোলনে যোগ দেন। তারা বলছেন, বর্তমান অর্থবছর থেকে চালু হওয়া ‘প্রত্যয়’ স্কিমে মূলত তারা মূলধন হারাচ্ছেন, বিনিময়ে কিছুই পাচ্ছেন না।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের চাকুরীজীবীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ