স্টাফ রিপোর্টার: রাজধানীতে ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি সাবিনা ইয়াসমিন লিজার রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রোববার বিকেলে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে স্বামী উজ্জ্বলকে নিয়ে যাত্রাবাড়ী এলাকায় বাইক নিয়ে ঘুরতে বের হন লিজা। এ সময় পেছন দিকে একটি বাস তাদের বাইকে ধাক্কা দিলে ছিঁটকে পড়েন তার স্বামী। তবে লিজা বাইক নিয়ে বাসটির পিছু নিলে পেছন থেকে আবারও অপর একটি বাস বাইকে ধাক্কা দিলে লিজা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা লিজাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লিজার স্বামী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাহফুজ ইসলাম উজ্জ্বলও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে লিজার পরিবারের কেউ বিষয়টি নিয়ে মুখ খুলছেন না। অন্যদিকে লিজার সহকর্মীরা বলছেন, লিজা আইসিইউতে মারা গেছেন। তবে পুলিশ বলছে, লিজা যাত্রাবাড়ীতে ঘটনাস্থলেই মারা গেছেন।
এ বিষয়ে ইডেন কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া তার ফেসবুকে লিখেছেন, লিজা আর কখনোই মিছিলের সামনের সারিতে হাঁটবে না। আজ সকল বিতর্কের ঊর্ধ্বে সে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ তায়ালা লিজাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, শনিবার রাতে যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঢাকা মেডিকেলে একজন চিকিৎসা নেওয়ার কথা জানি। কিন্তু লিজা নামে কেউ ওই ঘটনায় মেডিকেলে মারা গেছে কি না জানি না।