স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন ব্যর্থ হয়ে যায়নি। ২৮ অক্টোবর বাধাপ্রাপ্ত হয়েছে। এখন আন্দোলনকে তীব্র থেকে তীব্র করার কাজ চলছে। ঐ সমাবেশ ঘিরে পরিকল্পনার অভাব ছিল না। ২৮ অক্টোবরের আগে সব রাজনৈতিক দলকে একত্রিত করা, জনগণের নির্বাচন বর্জন, – এগুলো বিএনপির অর্জন বলে মনে করেন মির্জা ফখরুল।
২৮ অক্টোবর ২০২৩। সারাদেশ থেকে আসা নেতাকর্মী যোগ দেয় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের মহাসমাবেশে। পুলিশের সাথে সংঘর্ষে পণ্ড হয়ে যায় সমাবেশ। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে নেতাকর্মীদের করণীয় সম্পর্কে শীর্ষ নেতৃত্ব থেকে কোনো নির্দেশনা ছিল কিনা তা নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা।
তাহলে কি ২৮ অক্টোবর সমাবেশ নিয়ে দলের পরিকল্পনা বা নির্দেশনার কোনো ঘাটতি ছিল? এই প্রশ্নও রয়েছে নানা মহলে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আন্দোলনের কৌশল নিয়ে তাদের পরিকল্পনার কোনো ঘাটতি ছিল না।
আন্দোলন নিয়ে নানা মত থাকলেও বিএনপির মহাসচিব মনে করেন তাদের আন্দোলনের সফলতাও আছে। আবার আন্দোলনকে তীব্র করার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।