বরিশাল প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা আন্দোলনের জন্য জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেডসহ গুলি ছুড়ে। এতে ৮ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে।
পরে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো বরিশাল বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়েছে। এছাড়া এ ঘটনায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় স্থানীয়দের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীর পুলিশকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়।