Search
Close this search box.

তাইওয়ানের আশেপাশে শনাক্ত চীনের ১৬ উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের আশেপাশে সম্প্রতি চীনের ১৬টি উড়োজাহাজ ও সাগরে নয়টি জাহাজ চলাচল করেছে। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমএনডি) বরাতে বেইজিং বুলেটিন এ তথ্য জানিয়েছে।

এমএনডি বলেছে, এর মধ্যে ১৪টি বিমান মধ্যরেখা অতিক্রম করে এবং তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) প্রবেশ করে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার কথা এক্সে এক পোস্টে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। জুলাইয়ে এখন পর্যন্ত ৩০০টিরও বেশি সামরিক বিমান এবং প্রায় ১০০নৌ জাহাজ সনাক্ত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে তাইওয়ানের আশেপাশে সামরিক বিমান এবং নৌযানের সংখ্যা বাড়িয়ে ধূসর অঞ্চলের কৌশলের ব্যবহার বাড়িয়েছে চীন।

সবশেষ এই ঘটনা সাম্প্রতিক মাসগুলোতে চীনের ক্রমাগত উস্কানি তুলে ধরছে। ১৯৪৯ সাল থেকে স্বাধীনভাবে চলছে তাইওয়ান। তবে বেইজিং মনে করে, সেটি চীনের অংশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ