স্টাফ রিপোর্টার: রাজধানীর বাড্ডা, ধানমন্ডিসহ বিভিন্ন পয়েন্টে কড়া অবস্থান নিয়েছে পুলিশ-বিজিবি ও র্যাব। কয়েকটি স্থানে ধাওয়া এবং ধরপাকড়ের ঘটনাও ঘটেছে।
সোমবার (২৯ জুলাই) ডিবি হেফাজত থেকে কোটা আন্দোলনের সমন্বয়কদের কর্মসূচী বাতিলের পর বিক্ষোভের কথা জানায় একটি অংশ। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আজ এ বিক্ষোভ করার কথা জানায় তারা। এজন্য সকাল থেকে কড়া পাহারা দেখা যায় পুলিশের।
ধানমন্ডিতে বিক্ষোভ শুরু করে কিছু শিক্ষার্থী। কিছুক্ষণ পর পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আটক করা হয় বেশ কয়েক জনকে। বাড্ডায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হবার চেষ্টা করে। এখানেও কয়েক জনকে আটক করা হয়।
এছাড়া, কয়েকটি ক্যাম্পাসের সামনে তল্লাশি এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, জননিরাপত্তার জন্য সরকারি নির্দেশে পুলিশ মোতায়েন এবং সন্দেহভাজনদের আটক করা হচ্ছে।