Search
Close this search box.

সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাসিন্দাদের জন্য বজ্রপাতসহ বন্যার সতর্ক বার্তা জারি করা হয়েছে। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স ঝুঁকিপূর্ণ স্থানের সব বাসিন্দাকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। খবর গালফ নিউজ

মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে আগামী শনিবার বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে। এতে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স।

বিশেষ করে মক্কায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। মক্কা ছাড়াও জামুম, বাহরা এবং তাইফে খারাপ আবহাওয়া পরিলক্ষিত হতে পারে। অপরদিকে জেদ্দা, রাবিগ এবং খালিসে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মদিনা, আল বাহা, আসির, জিজান এবং নাজারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ আলী মাশহুর বলেছেন, জিজানে সম্প্রতি যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা গত ৪০ বছরে সর্বোচ্চ। এছাড়া গত ৮০ বছরে আগস্ট মাসে সেখানে এমন আবহাওয়া পরিলক্ষিত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ