Search
Close this search box.

ভ্যানে লাশের স্তূপ: যা বললেন পরিবেশ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পুলিশ জনগণের বন্ধু এটা এখনও প্রমাণ করা সম্ভব হয়নি। আগে অপরাধীরা পুলিশকে ভয় পেত কিন্তু এখন ভালো মানুষ ভয় পায়। রোববার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যানে লাশের স্তূপের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বাহিনী সংস্কার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিম দেশে আসবে। এই ধরণের ঘটনা যেনো আর না ঘটে  সে জন্য সিকিউরিটি রিফর্ম কি নিতে হবে সেটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম আমাদের জানাবে।

তিনি বলেন, পুলিশ কমিশন গঠন করা হবে। পুরো বাহিনীর সংস্কার প্রয়োজন। যখন যারা ক্ষমতায় ছিলো এই বাহিনীকে ব্যবহার করেছে। তাছাড়া পুলিশের মধ্যে একটা তাড়না আছে নিজেদের সংস্কারের বিষয়ে। তাদের অনেক কাজ করতে হবে।

এদিকে অনেকের বিরুদ্ধে অবাস্তব মামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমরা নিয়ন্ত্রণমুখী সরকার না। আরও কিছু দিন সময় দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ