স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে ব্যাট হাতে শুরুটা ভালো করতে না পারলেও চেন্নাই টেস্টে চালকের আসনে স্বাগতিক ভারত। বাংলাদেশের ব্যাটি ব্যর্থতার সুযোগে রানের পাহাড় গড়ছে ভারত। এরইমধ্যে দ্বিতীয় ইনিংসে লিড সাড়ে তিনশ ছাড়িয়েছে দলটির। ফিফটি তুলে নিয়েছেন দুই তরুণ তারকা রিশাভ পন্থ ও শুভমান গিল।
লিডের বোঝা নিয়ে তৃতীয় দিন শুরু বাংলাদেশের
চেন্নাই টেস্টের শুরুটা দারুণ করলেও সময়ের সাথে খেই হারাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে হতাশাজনক ব্যাটিংয়ের ফলে পরাজয় দেখছে সফরকারীরা। এগিয়ে থেকেই তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে ভারত। বাংলাদেশের ঘাড়ে লিডের ভার। সেটা আজ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। ৩০৮ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করেছে টিম ইন্ডিয়া।
ভারতের দাপটে চেন্নাইতে শান্তদের হতাশার দিন
চেন্নাই টেস্টে আরেকটি হতাশার দিন পার করল বাংলাদেশ। শুরুর দিনের মতো বোলিংটা দারুণ হলেও ব্যাটিংয়ে রীতিমতো ধস নামে সফরকারীদের। ভারতের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৯ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। এমনকি এড়াতে পারেনি ফলোঅনও। দিনের তৃতীয় সেশনে লিড নিয়ে ব্যাট করতে নেমে পুঁজি আরও শক্ত করে নিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন উইকেটে ৮১ রানে দিন শেষ করেছে রোহিত শর্মার দল। দিন শেষে উইকেটে ১২ রানে অপরাজিত রিশাভ পন্থ। তার সঙ্গে শুভমান গিল ব্যাট করছিলেন ৩৩ রানে। ৩০৮ রানে এগিয়ে স্বাগতিকরা।