Search
Close this search box.

১০ বছর পর বিশ্বকাপে জয় পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে এসে ১০ বছরের অপেক্ষার অবসান হলো বাংলাদেশের। বৃহস্পতিবার (৩ অক্টোবর) শারজাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। আর তাতে ২০১৪ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ স্কটিশদের ১২০ রানের ছোট লক্ষ্য দেয়। শারজার পিচে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড।

ফাহিমা-নাহিদাদের স্পিনে ১০৩ রানে থামে ক্যাথরিন ব্রেইসের দল। ফলে ১৬ রানের জয়ে বিশ্বকাপে দীর্ঘ ১০ বছরের হতাশার আক্ষেপ ঘোচাল জ্যোতিরা। ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্কটল্যান্ড। দলীয় ৩১ রানে ২ উইকেট হারিয়ে মাঝ ওভারে আর সুবিধা করতে পারেনি স্কটিশরা।

ফাহিমা-নাহিদাদের দায়িত্বশীল বোলিংয়ে বড় জুটি গড়তে পারেনি স্কটল্যান্ড। ওপেনার সারাহ ব্রেইস এক প্রান্তে দাঁড়িয়ে থাকলেও অন্য প্রান্ত থেকে সতীর্থদের যোগ্য সঙ্গ পাননি।শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন রিতু মনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ২৬ রান তোলে বড় রানের বার্তা দেয় সাথী রানী ও মুর্শিদা খাতুন। তবে ইনিংসের মাঝ ওভারে স্কটিশ বোলাররা বাংলাদেশের ব্যাটারদের হাত খুলে রান করতে দেয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সুবহানা মুস্তারির ৩৬ রানে ভর করে ৭ উইকেটে ১১৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ