Search
Close this search box.

আপিল করার অনুমতি পেলেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টার: গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন খারিজের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

দেশের সর্বোচ্চ আদালত সোমবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ১৯ নভেম্বর আপিল শুনানির তারিখ নির্ধারণ করেন।

ড. ইউনূসের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে, গত ২৪ জুলাই হাইকোর্ট ড. ইউনূসের আবেদন খারিজ করে এক বছরের মধ্যে মামলার নিষ্পত্তির নির্দেশ দেন।

গত ১২ জুন, গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। যা চ্যালেঞ্জ করে ড. ইউনূস আদালতের দ্বারস্থ হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ