স্পোর্টস ডেস্ক: দুই পেসার ও তিন স্পিনার মিলে করলেন ৮১ ওভার। আলোকস্বল্পতার কারণে বাকি ৯ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ করলেন আম্পায়াররা। তবে ৫ বোলারের মধ্যে সারাদিনে উইকেট পেলেন কেবল একজই! ফ্ল্যাট এই উইকেটে বাকিরা হতাশই করলেন।
অন্যদিকে দুই সেঞ্চুরিতে দিনব্যাপীই দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথমদিনের গল্পটা ঠিক এমনই।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দুই প্রোটিয়া ব্যাটার টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস টেস্ট ক্যারিয়ার নিজেদের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দ. আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। এ টেস্টে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের।
এদিন প্রোটিয়ারা উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অবশেষে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৫৫ বলে ৩৩ রান করা মার্করামকে মুমিনুল হকের ক্যাচে ফেরান এই স্পিনার।
তবে উইকেটে অটল থাকেন আরেক ওপেনার জর্জি। কয়েকবার জীবন পেলেও দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন। ১৪৬ বলে ৮টি চার ও ২টি ছক্কায় শতকের করেন এই বাঁহাতি। শেষ পর্যন্ত ২১১ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১৪১ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জর্জি।
জর্জি দ্বিতীয় উইকেট জুটিতে ট্রিস্টান স্টাবসের সঙ্গে ৩৪২ বলে ২০১ রান তোলেন। এই জুটিও ভাঙেন তাইজুল। সেঞ্চুরির ঠিক পরেই তাইজুলের বলে বোল্ড হন তিনি। তিনি ১৯৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকান।
প্রথম টেস্ট জিতে ১০ বছর পর উপমহাদেশে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে।