Search
Close this search box.

‘মেগা মানডে’ ঘিরে কেন এতো উত্তেজনা সংঘাত

স্টাফ রিপোর্টার: মেগা মানডে ঘোষণার পর রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাগুলো সংঘাত ও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গণভবন স্টাইলে সম্পদ লুটপাটের ঘটনা ঘটেছে। যেখানে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে কম্পিউটার, চেয়ার, ফ্যান, টেলিফোন, রাউটার, এমনকি ট্রফি পর্যন্ত চুরি করা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী ও ডেমরা এলাকার রাস্তায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটে। যা ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে। যা নিয়ে দিনভর চলে উত্তেজনা।

মেগা মানডে নিয়ে এ ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা শুরু হলেও প্রশাসন শুরুর দিকে জানত না। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পরে জানা যায়, ঢাকায় ১০ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটাতে দেশের বিভিন্ন জেলা থেকে বাস ঢুকানো হচ্ছিলো। এসব মানুষকে বিনাসুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় আনা হয়েছিল। তবে পরবর্তীতে এটি স্পষ্ট হয়, সাধারণ মানুষের ভিড়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হতে পারে।

মেগা মানডের উত্তেজনা এখানেই শেষ নয়, গতকাল সন্ধ্যায় যেন নতুন করে উত্তাপ ছড়ায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করায়। তার অনুসারীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করলে। এটি ছড়িয়ে পড়ে চট্টগ্রামসহ বিভিন্ন জেলা পর্যন্ত। এ সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

ঢাকা এখন একধরনের আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যেখানে প্রায় প্রতিদিনই বিক্ষোভ, সহিংসতা ও সংঘাত দেখা যাচ্ছে। ৫ আগস্টের অভ্যুত্থান সফল হওয়ার পর থেকে ঢাকায় ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনাগুলো আরো তীব্র হয়েছে। ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা সমন্বিতভাবে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছেন। যা দেশে চলমান অস্থিরতার প্রতি তাদের প্রতিবাদের এক নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

একদিনে এত সব সংঘাতের ঘটনা রাজধানীকে আতঙ্কের শহরে পরিণত করেছে। যেখানে শিক্ষার্থী, বিক্ষোভকারী, শ্রমিকসহ সাধারণ জনগণ প্রতিবাদে রাস্তায় নেমে আসছে। বেশ কয়েক সপ্তাহ ধরেই রাজধানী ঢাকা যেন আন্দোলনের সুতিকাগার হিসেবে পরিচিতি পেয়েছে। আনসার বাহিনীর সহিংস আন্দোলনের পর থেকে বিক্ষোভ, সংঘাত আর সহিংসতা একের পর এক লেগেই আছে। ঢাকা কলেজ-সিটি কলেজের সহিংসতা, তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন, অটোরিকশা চালকদের বিক্ষোভ, আর সবশেষ কলেজ শিক্ষার্থীদের হামলা ঘিরে ভয় আর আতঙ্ক বাড়ছে শুধু। মানুষ সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করে আজ নাকি নতুন কোন আন্দোলন শুরু হয়, দিনভর চলে ভোগান্তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ