Search
Close this search box.

সখীপুরে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডের নিজ নিজ বাসা থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম আদনান ও ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।

এর আগে একই মামলায় দুই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ছাত্রদের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ