সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর সকালে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরুহয়। এরপর উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত শ্রদ্ধা নিবেদনে এসময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি, সিরাজদিখান প্রেসক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র
সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকলের অংশগ্রহণে সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার  আ ন ম ইমরান খান, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামশেদ ফরিদী,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র, উপজেলা শিক্ষা অফিসার কামরুন্নেসা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা।

এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিজয় মেলা, শহীদ বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ