পঞ্চগড়ের তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামলো

দেশের কয়েক জেলার ওপর দিয়ে আজও বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমছে অন্যান্য জেলায়ও। কুয়াশা আর ঠাণ্ডায় বেশি বিপাকে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র ঠাণ্ডা ও হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। দিনে ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা নামতেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জেলা। কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে ওঠা নামা করায় দুর্ভোগে পড়েছে স্বলাপ আয়ের মানুষ। পরিবারগুলোতে দেখা দিয়েছে অর্থকষ্ট।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ বুধবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঠাকুরগাঁওয়ে হিমেল বাতাস ও কুয়াশার সাথে বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশায় বেলা ১০টা পর্যন্ত সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতের তীব্রতায় অনেক বেলা অবধি রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকছে। লোকজন কম থাকায় রিক্সা ও অটো যাত্রী কম পাওয়ায় তাদের আয় রোজগার কমে গেছে। সকালে ৯ ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গাতেও হিমেল হাওয়া ও ঠাণ্ডায় বিপাকে স্বল্পআয়ের মানুষ। কয়েক দিনের ঘন কুয়াশা ও মেঘলা আবহাওয়ায় মানুষের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকায় দূরের কিছু দেখা যাচ্ছে না। সকাল বেলায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। বেড়েছে জনদুর্ভোগ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আজ সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে গাইবান্ধায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। দুদিন ধরে গাইবান্ধায় বেলা ১২টার পর থেকে রোদ দেখা যাচ্ছে। সকাল থেকে রিক্সা শ্রমিকরা কাজে বের হতে পারছেন। টানা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পঞ্চগড়ের ওপর দিয়ে। কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। কয়েক দিন ধরে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে। এতে বিপাকে সেখানকার কেটে খাওয়া মানুষ। পেটের তাগিদে যারা ঘর ছেড়েন কনকনে হাওয়া কাঁপন ধরিয়েছে তাদের হাঁড়ে।

মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সন্ধ্যায় হলেই ঘন কুশায়ায় ঢেকে যাচ্ছে পথঘাট। বাড়ছে শীতের মাত্রা। সড়ক দুর্ঘটনা এড়াতে সকালেও গাড়িতে জ্বালাতে হচ্ছে হেডলাইট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ