বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণ প্রজন্মকে লেখাপড়ার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত। তিনি মনে করেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত। অনেক বেশি তারা জানে, কিন্তু এই জানার কোনো শেষ নেই।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা কলেজের সাবেক প্রায় ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ১৮৪ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
শুক্রবার দিনব্যাপী এই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অব. লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর, সাংবাদিক শফিক রেহমান, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।