গাজায় ধ্বংসস্তূপের নিচে শতাধিক মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার (২১ জানুয়ারি) জেনিন শহরে চালানো অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছে। অরপদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক পঁচা-গলা মরদেহ বের হচ্ছে।

হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত দুই দিনে রাফা থেকে পঁচা-গলা শতাধিক মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাজায় ১৫ মাসের বেশি সময় ধরে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরাইলি বাহিনী। এরইমধ্যে অবরুদ্ধ উপত্যকাটির লাইফলাইন খ্যাত রাফার ধ্বংসস্তূপের মাঝে মৃতদের দেহাবশেষ খুঁজে বেড়াচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা। যুদ্ধবিরতি শুরুর আগে হারানো স্বজনদের খুঁজতে হতভাগ্য পরিবারের শতাধিক ফোন পেয়েছেন বলে জানান তারা।

এক স্বেচ্ছাসেবী বলেন, গত কয়েকদিনে ১২০টি গলিত মৃতদেহ উদ্ধার করেছি আমরা। কঙ্কাল ছাড়া আর কোন কিছুই অবশিষ্ট নেই।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত এবং আরও অনেক আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন, গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে দুই দিনে ১২০টি পচা লাশ উদ্ধার করা হয়েছে।

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার উত্তর পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত ও আরও ৪০ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ ইউনিট জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় এবং ইসরায়েলি ড্রোন ওই এলাকার দুটি স্থানে হামলা চালায়। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান নিশ্চিত করেছে, শরণার্থী শিবিরের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে।

একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, জেনিনে চলমান এই অভিযানের কোড-নাম “আয়রন ওয়াল” এবং এটি কয়েক দিন ধরে চলতে পারে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ও জেনিনে এই অপারেশনের কথা নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুদস ব্রিগেড নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা জেনিনে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে এবং সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ফিলিস্তিনি গোষ্ঠী হামাসও জেনিনে ইসরায়েলি হামলার মোকাবিলায় ফিলিস্তিনিদের পশ্চিম তীরে একত্রিত হওয়ার আহবান জানিয়েছে।

এদিকে জাতিসংঘের মানবিক সংস্থা বলেছে, ইসরায়েল অবরোধ তুলে নেয়ার পর যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে সহায়তা বাড়াতে মঙ্গলবার প্রায় ৯০০ ট্রাক সাহায্য গাজায় প্রবেশ করেছে।

এছাড়া অধিকৃত পশ্চিম তীরে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, অবৈধ ইসরায়েলি বসতিগুলো প্রসারিত হওয়ায় ফিলিস্তিনিদের চলাচলের স্বাধীনতা “ব্যাপকভাবে সীমিত” হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ