ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার

ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশন থেকে আসা প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি থেকে বিরত থাকতে হবে।

বিএনপি মহাসচিব এসময় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ দেশকে যেভাবে জঞ্জালে পরিণত করেছে তা থেকে উত্তরণে ধৈর্যধারণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ