ডব্লিউএইচও থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি

সাবেক প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রোববার (১৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, সায়মা ওয়াজেদ পুতুল প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

এ বিষয়ে অনুসন্ধান চলছে এবং তদন্তের স্বার্থে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

এছাড়া, সায়মা ওয়াজেদ পুতুলকে সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসামি করে একটি মামলা দায়ের করেছে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের ১০ কাঠা প্লট জালিয়াতি করে গ্রহণ করার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। মামলায় তার মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হুকুমের আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ