সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ইউএনএইচসিআর হাইকমিশনারের

স্টাফ রিপোর্টার

রোহিঙ্গা সঙ্কট সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এসব বলেন ফিলিপ্পো।

বিশ্বনেতাদের অন্যতম গুরুত্বপূর্ণ এ সম্মেলনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গত মঙ্গলবার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করেন। ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সঙ্কটের সমাধান এবং ২০২৫ সালের শেষ দিকে একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনের বিষয়ে তার সমর্থন চান ড. ইউনূস।

বৈঠকে ফিলিপ্পো বলেন, আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত।

বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যার মধ্যে ৮ লাখের বেশি ২০১৭ সালের পর মিয়ানমারের জান্তা সরকারের গণহত্যার ফলে আশ্রয় নিয়েছে। সম্প্রতি রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতে আরও ১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

ফিলিপ্পোকে ড. ইউনূস বলেন, এত বিপুল রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তিনি রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বের মনোযোগ পুনরায় ফিরিয়ে আনার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ